Hiking with Julhas
22 Oct
Hiking date: 22 October 2022
Suraksan Mountain (Height: 637m)

দক্ষিণ কোরিয়ায় অক্টোবরের শেষ দুই সপ্তাহে সব গাছপালা বিভিন্ন রঙে রঙ্গিন হয়ে যায়। রাস্তার দুইধার, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং বিশেষ করে পাহাড় গুলো অসম্ভব রকম এক সৌন্দর্যের হাতছানি দেয়। এখানে আসার পর থেকেই গাছের পাতার এই দারুন পরিবর্তন সম্পর্কে অনেক শুনেছি এবং ছবিতে দেখেছি যা আমাকে ব্যাপক ভাবে মুগ্ধ করেছে।

সুরাকসান দক্ষিণ কোরিয়ার একটি পর্বত। এটি জাতীয় রাজধানী সিউলের নোওন-গু জেলা এবং গেয়ংগি-ডো প্রদেশের নামিয়াংজু এবং উইজেংবু শহরে অবস্থিত। এটির উচ্চতা 637.7 মিটার (2,092 ফুট)। যাইহোক, অবশেষে আজকে ২২শে অক্টোবর ২০২২, এই পাহাড়টিতে হাইকিংয়ে গিয়েছিলাম। এক অদ্ভুতপূর্ব প্রকৃতি সাথে পরিচয় হলো। এতদিন যা শুনেছিলাম তা প্রতক্ষ্য করলাম এবং দু-চোখে প্রকৃতির এই সৌন্দর্য আমাকে যার পর নাই বিমোহিত করেছে।

সুরাকসান একটি হাইকিং পর্বত যাতে কোনো ভুল নেই, বাচ্চা, যুবক এবং বৃদ্ধ সব বয়সের হাইকারগণের জন্য উপযুক্ত পর্বত। এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে গেউনিউ, ইউনিউ এবং ওংনিউ জলপ্রপাত, সিলা যুগের হেউংগুকসা মন্দির, জোসেন যুগের সেওংনিমসা মন্দির এবং গোয়েসানজেং প্যাভিলিয়ন। আমি সবগুলো স্থানে গিয়েছি কিন্তু পরিতাপের বিষয় হলো যে, জলপ্রপাতে কোনো পানি নেই।



During the last two weeks of October in South Korea, all plants turn colorful. On both sides of the road, the university campus and especially the hills offer an incredible beauty. Since coming here I have heard a lot about this wonderful change in the leaves of the trees and have seen pictures that have greatly impressed me.

Suraksan is a mountain in South Korea. It is located in the cities of Namyangju and Wijeongbu in Gyeonggi-do Province, in the Noon-gu District of Seoul, the national capital. It has an elevation of 637.7 meters (2,092 ft). Anyway, finally today 22nd October 2022, went hiking on this mountain. I was introduced to a strange nature. I waited for what I had heard so far and this beauty of nature with two eyes captivated me like no other.
Suraksan is a hiking mountain with no mistakes, suitable for hikers of all ages, kids, young and old. Notable sights here include Geunyu, Yunyu, and Ongyu waterfalls, Silla-era Heungguksa Temple, Joseon-era Seongnimsa Temple, and Goesanjeong Pavilion. I have visited all the places but sadly there is no water in the falls.

Hiking with Julhas
20 Aug
Hiking date: 20 Aug 2022
Dobongsan Mountain (Height: 726m)

Dobongsan পর্বত, সোল শহরের সর্ব উত্তরে অবস্থিত যা উচ্চতায় ৭২৬ মিটার। এটি Bukhansan পর্বত এর কাছেই অবস্থিত। আমি মূলত Bukhansan Naiotnal Park থেকে সকাল ৯ টার সময় যাত্রা শুরু করেছিলাম এবং দুপুর ১ টার সময় পৌঁছাইছিলাম। সচরাচর যা হয়, এটিও দারুন একটি পাহাড় তবে অন্য গুলো থেকে একটু পার্থক্য হচ্ছে - এর সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে বেশ বেগ পেতে হবে। এটির সর্বোচ্চ পিক অনেক খাড়া এবং সরু রাস্তা। যাদের পাহাড়ে উঠার তেমন অভিজ্ঞতা নেই তারা সর্বোচ্চ চূড়া পরিহার করতে পারেন। আমার সব চেয়ে ভালো লেগেছে এর এর দক্ষিণ পশ্চিমে অবস্থিতি বিশাল আকৃতির পাথর সমূহ যেগুলোকে Manjang-bong, Seonin-bong, Ju-bong, O-bong and Uiam-bong পিক বলে।




Dobongsan Mountain, located in the northernmost part of Seoul, is 726 meters high. It is located near Bukhansan mountain. I originally started from Bukhansan Naiotnal Park at 9:00 am and reached at 1:00 pm. As is usually the case, this is a great hill, but with a slight difference from the others - it requires quite a bit of speed to climb to the top. Its highest peak is very steep and narrow road. Those who do not have much experience in mountain climbing can avoid the highest peak. What I like best are the massive rocks in its southwest called Manjang-bong, Seonin-bong, Ju-bong, O-bong and Uiam-bong peaks.

hiking with Julhas
30 Jul
Hiking date: 30 July 2022
Bukhansan Mountain (Height: 836.5 m / 2,744 ft)

Bukhansan পর্বত, সোল শহরের সর্ব উত্তরে অবস্থিত যা উচ্চতায় ৮৩৭.৫ মিটার বা ২৭৪৪ ফিট। এটি সোলের সর্বাধিক উঁচু পর্বত, তবে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বত হলো জেজু দ্বীপের Hallasan যার উচ্চতা ১৯৪৭ মিটার বা ৬৩৮৭ ফিট। সুপ্ত বাসনা সেটি জয়ের!
গতকাল ৩০শে জুলাই সকাল ৭ টায় সোল ন্যাশনাল ইউনিভার্সিটি এডুকেশন স্টেশন থেকে যাত্রা শুরু করে ১ ঘন্টা ২০ মিনিটে Bukhansan ন্যাশনাল পার্কে পৌঁছাই। এরপর ঠিক ৯ টার সময় হাইকিং শুরু করে ৪.২ কিলোমিটার পথ অতিক্রম করে সর্বোচ্চ শিখর Begundae Peak যেতে ৪ ঘন্টা সময় লেগেছে এবং নেমে আসতে আরো ৩ ঘন্টা, সব মিলিয়ে ১১ ঘন্টার দীর্ঘ হাইকিং শেষে সুস্থ দেহে নীড়ে ফিরেছি। কিন্তু পরিতাপের বিষয় হলো বডি ক্যামেরা ওপেন করে দেখি মেমরি লোড করতে ভুলে গেছি ... ফলে যা হওয়ার সেটাই - নো ভিডিও! পর্বতারোহণ স্রষ্টার সৃষ্টিকে দেখার, জানার এবং উপলব্ধি করার দারুন সুযোগ তৈরী করে। সকল পর্বত আরোহীরা দীর্ঘজীবী হউক।


The highest point in Seoul is Bukhansan Mountain, which peaks to a height of 837.5 meters (2744 ft). It is the highest mountain in Seoul, while Hallasan on Jeju Island, at 1,947 meters (6,387 ft), is the highest mountain in South Korea. I have a hidden drive to triumph!
I left Seoul National University Education Station at 7 a.m. yesterday and arrived at Bukhansan National Park in one hour and twenty minutes. I then began hiking at precisely nine o'clock, covering 4.2 kilometers to the highest peak, Begundae Peak, taking four hours to get there and another three hours to get back. After a strenuous 11-hour hike, I arrived back at the nest in good health. Unfortunately, I neglected to close the body camera after opening it.

hiking with Julhas
09 Jul
Hiking date: 10 July 2022
Gwanaksan Mountain (Height: 629m)

টুপির মতো দেখতে Gwanaksan পর্বত এর উচ্চতা ৬২৯ মিটার বা ২০৬৩ ফিট (বাংলাদেশের তাজিংডং এর অর্ধেক)। সোল/সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এটির পাদদেশে অবস্থিত। সোল সাইন্স পার্ক থেকে সকাল ১০ টাই হাইকিং শুরু করে Gwanaksan পর্বতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইতে প্রায় ৫ ঘন্টা এবং অন্য ট্রেইল এ নেমে আসতে আরো ৩ ঘন্টা সময় লেগেছে। আমার নিজের ঝুলিতে নতুন রেকর্ড।


The hat-shaped mountain Gwanaksan rises to a height of 629 meters (2063 ft) (half of Tajingdong in Bangladesh). At its base is where Seoul National University is situated. Starting at 10 am from Seoul Science Park, it took roughly 5 hours to ascend Mount Gwanaksan's highest peak, then another 3 hours to descend on a different trail.