দক্ষিণ কোরিয়ায় অক্টোবরের শেষ দুই সপ্তাহে সব গাছপালা বিভিন্ন রঙে রঙ্গিন হয়ে যায়। রাস্তার দুইধার, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং বিশেষ করে পাহাড় গুলো অসম্ভব রকম এক সৌন্দর্যের হাতছানি দেয়। এখানে আসার পর থেকেই গাছের পাতার এই দারুন পরিবর্তন সম্পর্কে অনেক শুনেছি এবং ছবিতে দেখেছি যা আমাকে ব্যাপক ভাবে মুগ্ধ করেছে।
সুরাকসান দক্ষিণ কোরিয়ার একটি পর্বত। এটি জাতীয় রাজধানী সিউলের নোওন-গু জেলা এবং গেয়ংগি-ডো প্রদেশের নামিয়াংজু এবং উইজেংবু শহরে অবস্থিত। এটির উচ্চতা 637.7 মিটার (2,092 ফুট)। যাইহোক, অবশেষে আজকে ২২শে অক্টোবর ২০২২, এই পাহাড়টিতে হাইকিংয়ে গিয়েছিলাম। এক অদ্ভুতপূর্ব প্রকৃতি সাথে পরিচয় হলো। এতদিন যা শুনেছিলাম তা প্রতক্ষ্য করলাম এবং দু-চোখে প্রকৃতির এই সৌন্দর্য আমাকে যার পর নাই বিমোহিত করেছে।
সুরাকসান একটি হাইকিং পর্বত যাতে কোনো ভুল নেই, বাচ্চা, যুবক এবং বৃদ্ধ সব বয়সের হাইকারগণের জন্য উপযুক্ত পর্বত। এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে গেউনিউ, ইউনিউ এবং ওংনিউ জলপ্রপাত, সিলা যুগের হেউংগুকসা মন্দির, জোসেন যুগের সেওংনিমসা মন্দির এবং গোয়েসানজেং প্যাভিলিয়ন। আমি সবগুলো স্থানে গিয়েছি কিন্তু পরিতাপের বিষয় হলো যে, জলপ্রপাতে কোনো পানি নেই।
During the last two weeks of October in South Korea, all plants turn colorful. On both sides of the road, the university campus and especially the hills offer an incredible beauty. Since coming here I have heard a lot about this wonderful change in the leaves of the trees and have seen pictures that have greatly impressed me.
Suraksan is a mountain in South Korea. It is located in the cities of Namyangju and Wijeongbu in Gyeonggi-do Province, in the Noon-gu District of Seoul, the national capital. It has an elevation of 637.7 meters (2,092 ft). Anyway, finally today 22nd October 2022, went hiking on this mountain. I was introduced to a strange nature. I waited for what I had heard so far and this beauty of nature with two eyes captivated me like no other.
Suraksan is a hiking mountain with no mistakes, suitable for hikers of all ages, kids, young and old. Notable sights here include Geunyu, Yunyu, and Ongyu waterfalls, Silla-era Heungguksa Temple, Joseon-era Seongnimsa Temple, and Goesanjeong Pavilion. I have visited all the places but sadly there is no water in the falls.